বাংলারজমিন

কুমিল্লায় পেট্রোল বোমা

ব্যারিস্টার রফিকসহ ৩৭ জনের বিরুদ্ধে পলাতক নোটিশ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:২৫ পূর্বাহ্ন

 চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় আট যাত্রী হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩৭ জন আসামির বিরুদ্ধে আদালত পলাতক নোটিশ জারি করেছে। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানার স্বাক্ষরে গত ৪ঠা অক্টোবর এ নোটিশ জারি করা হয়।
জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে বাসের আট যাত্রী মারা যায়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। এ মামলায় খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সূত্রে জানা যায়, এ মামলার আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩৭ জন পলাতক রয়েছেন। তারা হলেন- মো. সাহাব উদ্দিন, শাহ মিজানুর রহমান, মো. জামাল, মো. মনির, মো. তোফায়েল হোসেন জুয়েল, মো. আকাতার হোসেন ওরফে সাদ্দাম, মো. রেজাউল করিম ওরফে রাজিম, মোশারফ হোসেন ওপেল, মো. মাসুম বিল্লাহ, আবদুল হালিম, মো. মিজানুর রহমান ওরফে বোটকা মিজান, মো. বাচ্চু মিয়া, মো. আবদুল হালিম, মোতাহের হোসেন মোল্লা, আবু রশিদ, মো. আবু ইউসুফ, মো. ইকবাল, মিজানুর রহমান আবির, নজরুল,মো. রুবেল, আবদুল আউয়াল মেরিল, শাহিন রেজা শাহিন, সাদ্দাম হোসেন ঝুমন, আমজাদ হোসেন রুমন, মোবারক হোসেন, আবদুল জলিল, ছোটন, আবদুল মতিন লোহানী, নোমান, মো. সোহেল, মো. আমির হোসেন, মো. জামাল উদ্দিন ওরফে মামুন, মো. শামীম, মো. রুবেল, মো. আল আমিন রাসেল। তাদের সবাই জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। অপরজন কক্সবাজারের পেকুয়া থানার সিকদারপাড়া গ্রামের মো. সালাউদ্দিন আহাম্মদ। আদালত সূত্র জানায়, আসামিরা গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রয়েছে। তাই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে চিফ জুডিশিাল ম্যাজিস্ট্রেট এ নোটিশ প্রচার করেছেন। আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হবে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status