বাংলারজমিন

পাকিস্তানপন্থি ও রাজাকার হিসেবে আখ্যায়িত করায় মণিপুরী সংগঠন ও নেতৃবৃন্দের নিন্দা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:১২ পূর্বাহ্ন

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা রচিত ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থে মণিপুরীদের পাকিস্তানপন্থি, রাজাকার হিসেবে আখ্যায়িত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মণিপুরী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ভানুবিল কৃষক-প্রজা আন্দোলন, ইছিম জমিদারের বিরুদ্ধে আন্দোলনসহ বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামে মণিপুরীরা সক্রিয় অংশ নিয়েছেন। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে মণিপুরীরা বাঙালি সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছে। মাতৃভূমির প্রতি ভালোবাসার অকৃত্রিম টানে মণিপুরীরা জীবন বাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অনেকে স্বাধীনতার বেদিমূলে উৎসর্গ করেছেন নিজেদের জীবন। অথচ সাবেক প্রধান বিচারপতি তার বইয়ে মণিপুরী সম্পর্কে ভ্রান্ত ও মনগড়া বক্তব্য দিয়ে মণিপুরীদেরকে বৃহত্তর সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়েছেন। বিবৃতিদাতারা অবিলম্বে নীতিবর্জিত উস্কানিমূলক মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, বীর মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি কবি-গবেষক এ কে শেরাম, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি নামব্রম শঙ্কর, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এস সজল সিনহা, সিলেট মণিপুরী কাং এসোসিয়েশনের সভাপতি ওয়াই নৃপেন্দ্র সিংহ, আম্বরখানা মণিপুরী সোসিয়েল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবাল সিংহ, উন্নয়নকর্মী লক্ষ্মীকান্ত সিংহ, এসোসিয়েশন অব মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের (এমকা) সভাপতি দিগেন সিংহ, সাধারণ সম্পাদিকা শান্তনা লৈমা, মণিপুরী সম্প্রদায় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাইবম উত্তম সিংহ রতন, মণিপুরী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সভাপতি আসেম রণজিৎ, সহ-সভাপতি পঞ্চু সিংহ, বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির সাবেক সহ-সভাপতি থোকচম শ্যামল সিংহ, সাবেক সভাপতি রবিকিরণ সিংহ রাজেশ, মণিপুরী স্বর্ণশিল্পী সমিতি সভাপতি কান্ত সিংহ, মৌলভীবাজার মণিপুরী সমিতি সিলেটের সভাপতি নীলচাঁদ সিংহ, বিশগাঁও মণিপুরী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এন যোগেশ্বর অপু, সাস্ট মণিপুরী সোসাইটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status