অনলাইন

আগুনে পুড়েছে ১৮টি দোকান-ঘর, আহত-৬

বান্দরবান প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৪:৫৭ পূর্বাহ্ন

বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন আহত হন এবং আগুনে ১৮টি দোকান পুড়ে যায়। বৃহস্পতিবার ভোরে শহরের ক্যাচিংঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের ক্যাচিংঘাটা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৪টি বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশ্ববর্তী আরও বেশকয়েকটি দোকান ও বসতবাড়ি। বিস্ফোরণের খবর পেয়ে বান্দরবান এবং সাতকানিয়ার ৩টি ফায়ার সার্ভিসের ইউনিটসহ স্থানীয়রা দীর্ঘ দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এসময় আগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন ৬জন। আহতরা হলেন- জেসমিন আক্তার, মো: আনিসুর রহমান, মো: জাহাঙ্গীর, শাহাদাত, নওশাদ ও রনি দত্ত। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর জেসমিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা ব্যবসায়ীদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো: ইদ্রিস জানান, দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ১৮টি দোকান-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদ্বগ্ধদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে পরবর্তীতে তদন্ত করে জানানো হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা ত্রাণ কর্মকতা মো: আলমগীর, পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখরসহ প্রশাসনের কর্মকতারা।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status