অনলাইন

মা ইলিশ রক্ষায় সাড়ে তিন হাজার মিটার জাল জব্দ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৪:৩৪ পূর্বাহ্ন

বেতাগীর বিষখালী নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বৃহস্পতিবার ৩ হাজার ৫০০  মিটার  কারেন্ট ও চরগড়া জাল এবং দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। উপজেলা  প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা এক লক্ষ মূল্যের জাল বিষখালী নদীর তীরবর্তী কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় সরকারি কর্মকর্তা, পুলিশ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজনের উপস্থিত কেরোসিন ঢেলে প্রকাশ্যে তা পুড়িয়ে দেওয়া হয়। আর ইলিশ মাছগুলো উপজেলা সদরের এতিম খানায় শিশুদের জন্য বিতরন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. রাজীব আহসান, বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. সাহেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা-আল-রাজীব, থানার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির ও উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুর রব শিকদারসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
উপজেলা মৎস্য অফিসার মো. মোস্তাফা আল-রাজীব বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২৮শে অক্টোবর পর্যন্ত নিয়মিত এ অভিযান চলবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status