খেলা

রানাতুঙ্গার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৩:২৬ পূর্বাহ্ন

ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে ক্রীড়া জগতে চলছে তোলপাড়। এবার  শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গার বিরুদ্ধেও উঠেছে যৌন হয়রানির অভিযোগ। মূলত ‘হ্যাশট্যাগ মি টু’ এর সুবাদে তারকাদের বিভিন্ন কলঙ্ক উঠে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে অতীতে কোনো অপরাধ করে বেঁচে গেলেও সেই ঘটনাই আবার নতুন করে উঠে আসছে এই হ্যাশট্যাগে। এক ভারতীয় নারী বিমান কর্মী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান মন্ত্রী রানাতুঙ্গার বিপক্ষে যৌন হেনস্তার অভিযোগ আনেন। ফেসবুকের এক পোস্টে ওই বিমানকর্মী দাবি করেন, লঙ্কান সাবেক এই ক্রিকেটার ভারত-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সময়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। অভিযোগের পোস্টে ওই নারী লেখেন, মুম্বইয়ের জুহু সেন্টার হোটেলের লিফটে ভারতীয় ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখে আমার সহকর্মী। সে আবার ক্রিকেটারদের অন্ধভক্ত। তাদের অটোগ্রাফ নেয়ার জন্য খেলোয়াড়দের রুমে যেতে চায় সে। ওর নিরাপত্তা নিয়ে ভয়ে থাকায় আমিও ওর সঙ্গ  নেই। রুমে যাওয়ার পর আমাদের পানীয় (সম্ভবত কিছু মেশানো ছিল) নেয়ার অনুরোধ করা হয়। আমি অস্বীকৃতি জানিয়ে সঙ্গে থাকা বোতলের পানি পান করি। ওরা ছিল ৭ জন ও আমরা দুজন। এমন অবস্থায় তারা দরজায় চেইন লাগিয়ে দেয়। অস্বস্তি বাড়ায় আমি ওকে আমাদের রুমে ফিরে আসার জন্য জোর করতে শুরু করলাম। কিন্তু সে ততক্ষণে মোহে পড়েছে তারকাদের দেখে। এ কারণে পুলের চারপাশে হাঁটতে যেতে চাইল তাদের সঙ্গে। তখন সন্ধ্যা সাতটা বাজে। পুলের পথটা ছিল হোটেলের পেছনের দিকে, পুরোটাই অন্ধকার। আমি পেছনে ফিরে তাকালাম কিন্তু আমার বন্ধু আর ভারতীয় ক্রিকেটারদের কাউকেই দেখতে পেলাম না। তখন রানাতুঙ্গা আমার কোমর ধরে আমার স্পর্শকাতর অংশে হাত দেয়। আমি ভয় পেয়ে চিৎকার শুরু করি। ওর হাত ও পায়ে লাথি মেরেছি। রানাতুঙ্গাকে ভয়ংকর পরিণতির কথা বলে ভয় দেখাই। বলি, পাসপোর্ট বাতিল করে দেব, পুলিশের কাছে জানাব। সময় নষ্ট না করে চিৎকার করতে করতে দৌড়ে হোটেলের অভ্যর্থনায় গিয়ে হাজির হই। কিন্তু অভ্যর্থনা থেকে আমাকে জানিয়ে দেয়, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারা আমাকে সাহায্য করতে পারবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status