দেশ বিদেশ

সাবেক স্ত্রীকে ফেরত পেতে স্বামীর আবেদন

স্টাফ রিপোর্টার

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সাবেক স্ত্রীকে ফেরত চেয়ে আর্জি জানিয়েছেন নীলফামারীর মো. আবদুল আজিজ নামে এক শিক্ষক। দুই শিশু সন্তানের কথা ভেবে স্ত্রীকে আবার তার সংসারে ফিরে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ২০১২ সালের ৭ই সেপ্টেম্বর আমাদের বিবাহ হয়। এরপর দাম্পত্য কলহের জেরে গত ৯ই আগস্ট স্ত্রী নূরজাহান নূরীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। তিনি জানান, আমাদের বিচ্ছেদ হওয়ার পর থেকেই সন্তান দুটি অমানবিক কষ্ট করছে। এ সন্তান দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত স্ত্রীকে আবার আমার সংসারে ফিরে পেতে চাই। তিনি জানান, তার প্রথম পুত্র সন্তান নাজিম বাবুর বয়স সাড়ে ৫ বছর এবং ৩ বছর বয়সী কন্যা জুঁই মণি। জানা গেছে, পদার্থ বিজ্ঞানের প্রভাষক আবদুল আজিজের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী গ্রামে। আর স্ত্রী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা আদর্শপাড়ার নুরুল ইসলামের মেয়ে নূরজাহান নূরী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status