খেলা

সফরে স্ত্রীকে সঙ্গে চান কোহলি, বোর্ডের ‘না’

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৮ পূর্বাহ্ন

ভারত ক্রিকেট দলের সঙ্গে স্ত্রী বা বান্ধবীদের থাকা নিষিদ্ধ। অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করেছিলেন স্ত্রী বা বান্ধবীদের বিদেশে সিরিজ চলাকালে সঙ্গে রাখার জন্য। কিন্তু বোর্ড আপাতত তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, এখনই হ্যাঁ বলবে না তারা। আগের নিয়মই বহাল থাকবে, তবে নতুন কমিটি কী করবে সেটা পরে দেখা হবে। বেশ কিছুদিন থেকেই কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে অস্বস্তিতে রয়েছে বিসিসিআই। নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় বোর্ডের সঙ্গে বিদেশ সফরে এমনকি বোর্ডের অফিশিয়াল কর্মকাণ্ডেও নাক গলান আনুশকা। একাধিক ক্রিকেটার অভিযোগ করেছেন, আনুশকা তাদের ড্রেসিং রুমে দীর্ঘক্ষণ সময় কাটান, যা তাদের অস্বস্তিতে ফেলে। এছাড়া আগে একাধিকবার অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা যখন-তখন স্ত্রী-বান্ধবীদের নিয়ে ঘুরতে বের হয়ে যেতেন। এসব কারণ বিবেচনায় রেখেই বিসিসিআই বিদেশ সফরে পরিবারের সদস্যদের নিষিদ্ধ করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, বিরাট এ ব্যাপারে আমাদের কাছে অনুরোধ করেছে। তবে দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না। নতুন যারা কর্মকর্তা আসবে তাদের ওপর ছেড়ে দেবো। এ মুহূর্তে নীতি পরিবর্তন হচ্ছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status