খেলা

জাতীয় ক্রিকেট লীগ

নিজের রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৭ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরির ফর্ম ঘরোয়া ক্রিকেটেও ধরে রাখলেন লিটন দাস। গতকাল বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটনের ব্যাটে জাতীয় লীগের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক রাজশাহী বিভাগের বিপক্ষে লড়াইয়ে ফেরে রংপুর বিভাগ। রংপুরের হয়ে প্রথম ইনিংসে মাত্র ১৭ রান করেন লিটন। আর দ্বিতীয় ইনিংসে থামেন ব্যক্তিগত ২০৩ রানে। ১৪০ বলে ৩২ চার ও ৪ ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি উদ্‌যাপন করেন লিটন। গত এপ্রিলে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। সে ম্যাচে ১৯০ বলে দুইশ’ স্পর্শ করেন লিটন। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দুইশ’ বলের নিচে ডাবল সেঞ্চুরির একমাত্র কীর্তি ছিল সেটিই। ৩১৯/২ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন শেষ করে রংপুর। ৭২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান। এখনো ১১৯ রানে পিছিয়ে রংপুর। প্রথম ইনিংসে রংপুরকে ১৫১ রানে অলআউট করে রানের পাহাড় (৫৮৯/৪) গড়ে ইনিংস ঘোষণা করে রাজশাহী। নাজমুল হোসেন শান্ত (১৭৩) ও মিজানুর রহমানের (১৬৫) ৩১১ রানের ওপেনিং জুটির পর সেঞ্চুরি হাঁকান জুনায়েদ সিদ্দিকী (১০০*)। ফতুল্লায় টিয়ার-২ ম্যাচে মাত্র ১১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন ঢাকা মেট্রো ওপেনার সাদমান ইসলাম (১৮৯)। প্রথম ইনিংসে ঢাকা বিভাগের ২০৬ রানের জবাবে ৩৮৭ রান করে মেট্রো। আর দ্বিতীয় ইনিংসে ৫০/২ সংগ্রহ নিয়ে ১৩১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে ঢাকা বিভাগ। বরিশাল বিভাগের বিপক্ষে টিয়ার-১ ম্যাচে ৫০ রানের লিড নেয় খুলনা বিভাগ। দলীয় সংগ্রহ ৩৪৯/৭। সেঞ্চুরি হাঁকান জিয়াউর রহমান (১১২)। আফিফ হোসেন ৮১ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ২৯৯ রানে অলআউট হয় বরিশাল। কক্সবাজারে বৃষ্টির কারণে চট্টগ্রাম-সিলেট টিয়ার-২ ম্যাচ টানা দুইদিন পরিত্যক্ত হলো। প্রথম দিনে ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮২ রান করে চট্টগ্রাম বিভাগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status