খেলা

জাতীয় যুব মহিলা হ্যান্ডবল শুরু কাল

স্পোর্টস ডেস্ক

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৫ পূর্বাহ্ন

আগামীকাল শুরু হচ্ছে ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৮। দেশের বিভিন্ন জেলার ১২টি দল নিয়ে প্রতিযোগিতা চলবে ১৭ই অক্টোবর পর্যন্ত। গতকাল আসর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. মকবুল হোসেন। আগামী ১৭ই অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। আসরে চার গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে নওগাঁ, যশোর, গোপালগঞ্জ, জামালপুর, দিনাজপুর মাদারীপুর, পঞ্চগড়, নড়াইল ফরিদপুর, ঢাকা, ঠাকুরগাঁও ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
১৯৯৭ সালে হয়েছিল জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের প্রথম আসর। দীর্ঘ বিরতিতে এ প্রতিযোগিতা ফের আলোর মুখ দেখে ২০১৪ সালে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status