বাংলারজমিন

নোবিপ্রবিতে ১৩তম ব্যাচের নবীনবরণ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ফার্মেসি বিভাগ বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি  প্রফেসর ড. এম অহিদুজ্জামান চান। প্রধান অতিথির বক্তব্যে  ভিসি ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নোবিপ্রবিকে একটি উন্নত ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং উক্ত যাত্রায় ফার্মেসি বিভাগ নেতৃত্ব দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভিসি ফার্মেসি বিভাগের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিভাগের পরিসরকে ভবিষ্যতে আরো সম্প্রসারিত করার আশ্বাস প্রদান করেন। এ ছাড়াও উচ্চ শিক্ষার (পিএইচডি) ক্ষেত্রে উন্নত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবি’র গ্রাজুয়েটদের স্কলারশিপ অর্জন করায় তাদের ভূয়সী প্রসংশা করেন ভিসি। তিনি ফার্মেসি বিভাগের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রথমপর্বে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বিভাগের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করায় ভিসি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও তাদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক ফাহদ হুসাইন এবং বি.ফার্ম ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিসি মহোদয়কে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফার্মেসি  বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ইউজিসি কর্তৃক সেরা গবেষক হিসেবে স্বর্ণপদক পাওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ভিসি মহোদয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status