বাংলারজমিন

ময়মনসিংহ পৌরসভায় মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ পৌরসভার মাসব্যাপী মশক নিধন অভিযান চলছে। পৌরবাসীর কষ্ট লাগবে ময়মনসিংহ পৌরসভার প্রশংসীয় উদ্যোগ শহরবাসীর মাঝে সাড়া পড়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নগরীতে শুরু হওয়া এ অভিযান চলবে অক্টোবর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইকরামুল হক টিটু অতি সমপ্রতি এ অভিযানের উদ্বোধন করেন। মশক নিধন কার্যক্রম এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হওয়া মশক নিধন এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের আওতায় প্রতিদিনই নগরীর ওয়ার্ডগুলোয় অভিযান চলছে। পৌরসভার মেডিকেল অফিসার ডা. এইচ কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ মহব্বত আলী সার্বক্ষণিক এ কার্যক্রম মনিটরিং করছেন। প্রতিদিন ২২ জন স্প্রে ম্যান, সুপারভাইজারসহ মোট ৩০ জন মশা নিধনে কাজ করে যাচ্ছেন। মেয়র মো. ইকরামুল হক টিটু পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন সুন্দরভাবে বেঁচে থাকতে হলে স্বাস্থ্যকে রক্ষা করতে হবে। এ জন্য রোগ-ব্যাধি প্রতিরোধ করতে হবে। মশার কামড়ে ডেঙ্গু জ্বর ও চিকনগুনিয়া হয়ে থাকে। ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচতে হলে পরিবেশকে সুন্দর রাখার পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status