বিনোদন

অস্কারে ‘ডুব’সহ ৮৭টি ছবি চূড়ান্ত

স্টাফ রিপোর্টার

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৩২ পূর্বাহ্ন

অস্কারের ৯১তম আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে লড়বে ৮৭টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি। ৮৭টি ছবির তালিকায় সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী মেক্সিকোর আলফনসো কুয়ারনের ‘রোমা’। ভেনিস উৎসবে গোল্ডেন লায়ন জিতেছে এটি। কুয়ারন এর আগে ‘গ্র্যাভিটির’ সুবাদে অস্কার জিতেছেন। কোরি-ইদা হিরোকাজুর ‘শপলিফটার্স’ পাঠিয়েছে জাপান। এছাড়া নাদিন লাবাকির ‘কেপারনম’, পোল্যান্ডের পাওয়েল পাওলোকস্কির ‘কোল্ড ওয়ার’, লুকাস দোন্তের ‘গার্ল’, ইতালির ‘ডগম্যান’, কাজাখস্তানের ‘আইকা’ এবং দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-ডং পরিচালিত ‘বার্নিং’। আলি আব্বাসির ‘বর্ডার’, সেরা পরিচালকের পুরস্কার পাওয়া ইউক্রেনের সের্গেই লজনিৎসার ‘ডনবাস’ গেছে অস্কারে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ‘ভিলেজ রকস্টারস’, নেপালের ‘পঞ্চায়েত’ ও পাকিস্তানের ‘কেক’ জমা পড়েছে অস্কারে। ২০১৯ সালের ২২শে জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status