বিনোদন

ভিন্নমাত্রার ছবিতে সাইমন

কামরুজ্জামান মিলু

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৮:১৮ পূর্বাহ্ন

চিত্রনায়ক সাইমন সাদিক এ পর্যন্ত বেশকিছু চলচ্চিত্রে বিভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন। আসছে ১২ই অক্টোবর শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ নামের ছবি মুক্তি পাবে সাইমনের। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন অধরা খান। একই তারিখে ‘নায়ক’, ‘মেঘকন্যা’, ‘আসমানি’ নামের আরো তিনটি ছবি মুক্তি পাবে। একই তারিখে এত ছবি মুক্তির বিষয়টি একদমই মানতে পারেন না সাইমন। তিনি বলেন, ‘মাতাল’ ছবিটি মুক্তি পাচ্ছে। শাহীন সুমন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ছবিটিও ভালো হয়েছে। তবে একই দিনে এত ছবি মুক্তি ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতি বলে মনে করি আমি। কেউ হল সংকটে পড়বে, আবার ব্যবসায়িকভাবে কোনো ছবি এ কারণে ক্ষতিগ্রস্ত হোক এটা চাই না। সাইমন আরো বলেন, চলচ্চিত্রে প্রযোজক সমিতির নেতৃত্বের অভাব বোধ করছি। প্রযোজকদের সংগঠন নেই এখন। দীর্ঘদিন প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে না। আর সঠিক নেতৃত্বের অভাবে সমস্যা বেশি হচ্ছে। চলচ্চিত্রের অস্থিরতা কমাতে প্রযোজক সমিতির নেতৃত্ব প্রয়োজন। এদিকে ‘মাতাল’ ছবিটি শুক্রবারে বড় পরিসরে মুক্তি পাচ্ছে। ছবির কাহিনী প্রসঙ্গে সাইমন বলেন, ছবিতে দেখা যাবে কেউ ক্ষমতায় মাতাল, কেউ প্রেমে মাতাল। অ্যাকশন ঘরানার ছবি এটি। একেক জনের লক্ষ্য থাকে একেক রকম, সকলে সেই লক্ষ্য পূরণে জয়ী হতে চায়। প্রেমের জন্য শুধু না, বেঁচে থাকার জন্য কতটা মাতাল হতে পারে একজন মানুষ সেই বিষয়টিও দর্শকরা দেখতে পাবে। এটা আমার অভিনীত ২১তম ছবি। সামনেই ঢাকায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ আবারো শুরু করবেন সাইমন। এ ছবি নিয়ে তিনি বলেন, ছবিটির অর্ধেক কাজ শেষ হয়েছে। ঢাকা ও পুবাইলে এর বাকি কাজ ১৩ই অক্টোবর শুরু হবে। ছবির কাহিনীতে দর্শকরা নিটোল প্রেমের গল্প দেখতে পাবেন। সামাজিক ও সাংসারিক টানাপড়েনের গল্পও থাকবে। এক কথায় গ্রামবাংলার প্রেমের ছবি এটি। এখানে আমার নায়িকা মাহি। এরপরই বদিউল আলম খোকন ভাইয়ের ‘আমার মা আমার বেহেশত’ ছবির বাকি কাজ শুরু করবো। ভিন্ন ভিন্ন গল্পের বেশকিছু ছবি নিয়ে হাজির হচ্ছেন সাইমন। দর্শকরা যেন তার অভিনীত ছবিতে একঘেয়েমি গল্প না দেখেন সেই চেষ্টাই প্রতিনিয়ত করছেন এই নায়ক। এদিকে শফিক হাসানের ‘বাহাদুরি’ এবং শওকাতের ‘নদীর বুকে চাঁদ’ ছবি দুটিও মুক্তির অপেক্ষায় রয়েছে সাইমনের। ছবি দুটি আগামী বছরের শুরুতে মুক্তি পাবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status