বাংলারজমিন

‘আমি কারো দয়ায় নেতা হতে চাই না’

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

সখীপুর উপজেলার তক্তার চালা গ্রামে শাহ সুফি ছামানউল্লাহ ফকিরের উফাত দিবস উপলক্ষে তার মাজার জিয়ারত করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম। গত মঙ্গলবার রাত ৯টায় মাজার জিয়ারত শেষে বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু যদি আরো সময় বেঁচে থাকতেন, তার যদি স্বাভাবিক মৃত্যু হতো, আর রাজাকারদের ধরে নিয়ে আওয়ামী লীগ আর আওয়ামী লীগদের রাজাকার এটা যদি না হতো তাহলে দেশে অনেক শান্তি হতো। আমি চাই শেখ হাসিনা নিরাপদে থাকুক। খালেদা জিয়াও সম্মান নিয়ে নিরাপদে থাকুক। আমার দেশের রিকশাওয়ালাও নিরাপদে থাকুক এমনকি আমার দেশের একটি কুকুরও নিরাপদে থাকুক। সেদিন জামালপুর এবং সিরাজগঞ্জ গিয়েছিলাম অনেক লোকজন আমাকে দেখে বললো-“কাদের সিদ্দিকীকে ছাড়া শেখ হাসিনা চললো! আর মতিয়া চৌধুরী ও হাসানুল হক ইনুকে ছাড়া শেখ হাসিনার চলতো না? যারা তার বাবার চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলো।” তিনি আরো বলেন, আমি কারো দয়ায় নেতা হতে চাই না। জনগণের সঙ্গে আছি জনগণ নিয়েই থাকবো। সখীপুর কাদের সিদ্দিকীর, কাদের সিদ্দিকী সখীপুরের। অনেকে মনে করেন আমি আওয়ামী লীগে চলেই গেছি। আবার সখীপুর- বাসাইলের এক নেতা বলে, এই সিট কাদের সিদ্দিকীকে দেয়া হয়ে গেছে।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সাবকে ইউপি চেয়ারমান নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status