বিশ্বজমিন

তুরস্কে অভিবাসীদের নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ৩০

মানবজমিন ডেস্ক

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ৪:১১ পূর্বাহ্ন

তুরস্কের পশ্চিম উপকূলে অভিবাসীদের নৌকা ডুবে চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার তুরস্কের ইজমির প্রদেশে এ নৌকা ডুবির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অভ্যন্তরীন মন্ত্রণালয়। খবর রয়টার্স।
মন্ত্রণলয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, ইজমির প্রদেশে অভিবাসী বোঝাই একটি নৌকাডুবিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ অভিবাসীদের সন্ধানে অভিযান চলছে।

প্রসঙ্গত,২০১৫ সাল থেকে তুরস্ক অভিবাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এ পর্যন্ত দশ লাখের বেশি অভিবাসীকে তুরস্ক আশ্রয় দিয়েছে। তবে ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন ও আংকারার চুক্তি স্বাক্ষারের পর থেকে এ ঢল কমতে শুরু করেছ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status