খেলা

অভিষিক্ত আসিফের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ফলোঅনের লজ্জা

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:২৪ পূর্বাহ্ন

৩৩ বছর বয়সে টেস্ট অভিষেক। আর সাদা পোশাকে পাকিস্তানের হয়ে অভিষেকেই বাজিমাত করলেন তিনটি ওয়ানডে খেলা ব্যাটিং অলরাউন্ডার বিলাল আসিফ। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তার অফস্পিন ঘূর্ণিতে ১৪২/০ সংগ্রহ থেকে ২০২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে ফলোঅনের লজ্জায় পড়ে অজিরা। একাই ৬ উইকেট নেন আসিফ। পাকিস্তানের ১১তম বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেটের কীর্তিতে নাম লেখান তিনি। তবে ২৮০ রানের লিড নিয়েও টিম পেইনদের ব্যাটিংয়ে পাঠাননি পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথম ইনিংসে মোহাম্মদ হাফিজ ও হারিস সোহেলের জোড়া সেঞ্চুরিতে ৪৮২ রান করে পাকিস্তান। গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। ৪৫/৩ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন শেষ করে সরফরাজবাহিনী। আর লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ রান। ওপেনার ইমাম উল হক ২৩ রানে অপরাজিত থাকেন। বল হাতে ম্যাজিক দেখানো আসিফ ওয়ানডাউনে নেমে শূন্য রানে আউট হন। হাফিজ ১৭ রান করেন। অজিদের রিভিউ আবেদনে এলবিডব্লিউ হন আজহার আলী (৪)। ৩০/০ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম সেশনে ১০৭ রান যোগ করে। কিন্তু চা বিরতির পর আসিফের স্পিন ঘূর্ণিতে ভেঙে পড়ে অজিদের ব্যাটিং। দ্বিতীয় সেশনে পাঁচ উইকেট হারায় তারা। ২২ বলের স্বপ্নের স্পেলে চার উইকেট নেন আসিফ। একে একে সাজঘরে পাঠান শন মার্শ (৭), উসমান খাজা (৮৫), ট্রাভিস হেড (০) ও মার্নাস লাবুসকাগনেকে (০)। খাজা ও টেস্ট অভিষিক্ত অ্যারন ফিঞ্চের (৬২) ১৪২ রানের ওপেনিং জুটি ভেঙে প্রথম ব্রেক থ্রু আনেন পেসার মোহাম্মদ আব্বাস। ইনিংসে চার উইকেট নেন তিনি। আসিফের পঞ্চম শিকার অজি অধিনায়ক টিম পেইন (৭)। আর নাথান লায়নকে (৬) ফিরিয়ে অজি ইনিংসে সমাপ্তিও টানেন আসিফ। ২০১৪ সালে সংযুক্ত আমিরাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। এবারও দুই ম্যাচের সিরিজের শুরুতে চাপে অজিরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status