খেলা

জাতীয় দলের সাবেক কৃতী ফুটবলার তানভীর আর নেই

নাটোর প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ৯:২২ পূর্বাহ্ন

সাবেক কৃতী ফুটবলার নাটোরের ছেলে রিয়াজ আলম খান চৌধুরী ওরফে তানভীর চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার বাড়ি নাটোর শহরের প্রাণকেন্দ্র কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়।  
তানভীর ১৯৯৫ সাল থেকে ফার্স্ট ডিভিশন লীগের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এবং এশিয়া কাপ খেলার মাধ্যমে ১৯৯৮ সালে জাতীয় দলে অভিষেক হয় এ মিডফিল্ড তারকার। ক্যারিয়ারে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, ফেনী সকার, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্রের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন তানভীর।
২০১৫ সালের ১৯শে মে দেশ ট্রাভেলসের একটি কোচে ঢাকা যাওয়ার পথে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন এই মেধাবী ফুটবলার। এরপর থেকে দীর্ঘ সাড়ে ৩ বছর পঙ্গু হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শাহ্‌দিল-ই-আফরোজ (আলো), ২ মেয়ে তাজবিতা ও তানবিতা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নাটোরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status