বাংলারজমিন

সুনামগঞ্জে জমিয়তুল উলামার পদযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এসে শেষ হয়েছে আলেম-জনতার ঐক্য গড়ার আহ্বানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জমিয়তুল উলামার চার দিনব্যাপী পদযাত্রা। গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে এসে পৌঁছেন। এর আগে গত শনিবার যশোর থেকে চারদিনব্যাপী বাংলাদেশ জমিয়তুল উলামার পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শেষ দিন শহরের বাসস্টেশনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, মাদক থেকে যতক্ষণ পর্যন্ত মানুষকে ফেরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত দেশের টেকসই উন্নয়ন হবে না, উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর এই মাদকাসক্তি থেকে ক্রসফায়ার দিয়ে কাউকে ফেরানো যাবে না, এটাকে বন্ধ করা যাবে না। দেশের পুরো সীমানা লোহা দিয়ে যদি প্রাচীরও বানিয়ে দেয়া যায় তারপরও এই মাদক বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত এই চাহিদা থাকবে। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বন্ধে আলেম-জনতার ঐক্য গড়ার বিকল্প নেই। সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামছুল ইসলামের সভাপতিত্বে সভাবেশে বক্তব্য রাখেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাওলানা ইয়াহহিয়া মাহমুদ, সংগঠনের সহসভাপতি আয়ূব আনসারি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সিরাজ, ঢাকা মহানগরের সভাপতি দিলোয়ার হোসাইন সাঈদী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status