বাংলারজমিন

নিকলীর ১৭ মণ্ডপে দুর্গাপূজা

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন

নিকলী উপজেলায় এবার ১৭টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির এ উপজেলাজুড়ে বইছে উৎসবের হাওয়া। নিকলী সদর ইউনিয়নে আটটি, দামপাড়ায় পাঁচটি ও গুরুইয়ের চারটিসহ মোট ১৭টি মণ্ডপে ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজ শেষ। পূজার কেনাকাটা দর্জিবাড়ি, তৈরি পোশাক, জুতা ও কসমেটিক্সের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। হাওর অর্থনীতিতে সব শ্রেণির ব্যবসায়ির পালে এখন উত্তাল হাওয়া। মণ্ডপে মণ্ডপে চলছে ডেকোরেশন আর আলোক সজ্জার প্রস্তুতি। পূজা উদযাপন কমিটিগুলোর অঘোষিত প্রতিযোগিতায় ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। নান্দনিক আর ব্যয়বহুল সাজ-সজ্জা দেখতে মণ্ডপগুলোতে শুরু হয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের ভিড়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status