বাংলারজমিন

শ্রীমঙ্গলে দুর্গাপূজা নিয়ে মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০১৮ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেস ক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি অজয় কুমার দেবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি অজয় কুমার দেব বলেন, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত পূজা মিলিয়ে মোট ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তাছাড়া শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী ও রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ীতে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এ বছর সরকারিভাবে উপজেলার সার্বজনীন ১৫৫টি পূজামণ্ডপে ৫শ’ কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া চা বাগানগুলোর মোট ৩৬টি পূজামণ্ডপে এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে আরো ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status