অনলাইন

সাংবাদিক খাশোগির ঘটনায় জড়িত সকলের বিচার করবে তুরস্ক

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ৭:২৩ পূর্বাহ্ন

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির সন্দেহজনক হত্যাকা-ের সঙ্গে জড়িত সকলের বিচার করা হবে। এমনকি সৌদি কনস্যুলেট নিজেও যদি ঘটনার সঙ্গে জড়িত থাকেন তবে তারও বিচার করবে তুরস্ক।
ফিলিস্তিনের বার্তাসংস্থা 'শেহাবের' কাছে এমন অঙ্গীকারের কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতাই। তিনি বলেন, এটা হবে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মামলা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেন, 'তুর্কি সরকার চাইলে কনস্যুলেট অফিসের ভেতরে খুঁজে দেখতে পারে। এ ঘটনাটি যদি সৌদি আরবে হতো তাহলে আমি নিজেই দেখতাম।'
যুবরাজ দাবি করেন, জামাল খাশোগি কনস্যুলেট ভবনে ঢোকার সঙ্গে সঙ্গেই বের হয়ে যান।

তবে যুবরাজের বক্তব্যের বিপরীতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, খাশোগি যে কনস্যুলেট অফিস থেকে বের হয়ে যান তা সৌদি কর্মকর্তাদেরকে প্রমাণ করতে হবে।

প্রসঙ্গত, সাংবাদিক জামাল খাশোগি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন গত বছর থেকেই। মঙ্গলবার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট অফিসে গেলে, আর তাকে ফিরে আসতে দেখা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status