বিশ্বজমিন

একদিনের জন্য বৃটিশ হাই কমিশনার ভারতের ইশা বাহাল

মানবজমিন ডেস্ক

৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:৩২ পূর্বাহ্ন

ভারতের শিক্ষার্থী ইশা বাহাল একদিনের জন্য ভারতে বৃটিশ হাই কমিশনার হলেন। তিনি নয়ডা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস উদযাপন উপলক্ষে ১১ই অক্টোবর ভারতে ১৮ থেকে ২৩ বছর বয়সী বালিকাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে বৃটিশ হাই কমিশনার। ওই প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে এক দিনের জন্য ভারতে বৃটিশ হাই কমিশনার বানানোর প্রতিশ্রুতি দেয়া হয়। এতে বিজয়ী হন ইশা বাহাল। ফলে তিনি একদিনের জন্য ভারতে এমন বিরল দায়িত্ব পালন করেন। ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রতিযোগীকে ‘লিঙ্গ সমতা বলতে তুমি কি বোঝো?’ শীর্ষক একটি শর্ট ভিডিও জমা দিতে বলা হয়। সারা ভারত থেকে এতে ভিডিও জমা দেয় মোট ৫৮ জন শিক্ষার্থী। তার মধ্যে সফল হন ইশা বাহাল। তিনি পাবলিক পলিসি ও আইন বিষয়ে উচ্চ শিক্ষা শেষ করার পর একজন সামাজিক উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন। এক দিনের জন্য বৃটিশ হাই কমিশনার হওয়ার যোগ্যতা অর্জন করায় ইশা ভীষণ খুশি। তিনি বলেন, একদিনের জন্য বৃটেনের ভারপ্রাপ্ত হাই কমিশনার হওয়া আমার কাছে দারুণ আনন্দের। প্রকৃতপক্ষে এটা একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা। আমি ভারত ও বৃটেনের মধ্যকার সম্পর্কের গভীরতা সম্পর্কে জানি। লিঙ্গ সমতা ও  অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে আমি বড় সুযোগ পেয়েছি।
ইশা বাহাল যখন ভারতে বৃটেনের হাই কমিশনার হিসেবে এক দিনের জন্য দায়িত্ব পালন করেন তখন ভারতে বৃটেনের প্রকৃত হাই কমিশনার ডমিনিক আসকুইথ হয়ে পড়েন ডেপুটি হাই কমিশনার। তিনি বলেন, এমন একটি প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা ভীষণ খুশি। এর মধ্য দিয়ে আমরা ভারতের কিশোরী, যুবতীদের মধ্যে তাদের অধিকার নিয়ে আলোচনার একটি প্লাটফর্ম তৈরি করে দিতে পেরে।ি চমৎকার সব ভিডিও জমা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাই। আর ইশা বাহাল তো মেয়েদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তার জমা দেয়া ভিডিও ছিল অসাধারণ। তাকে তার সফলতার জন্য অভিনন্দন জানাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status