প্রথম পাতা

মন্ত্রিসভায় আলোচনা হয়নি

স্টাফ রিপোর্টার

৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত ছিল ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ মন্ত্রিসভায় ফের পর্যালোচনা করা হবে। গত ৩০শে সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এমনই সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনটি পর্যালোচনা করা হয়নি। আইনটি আলোচনার জন্য মন্ত্রিসভার এজেন্ডায় তালিকাভুক্ত ছিল না।

এ ছাড়া এজেন্ডার বাইরেও ডিজিটাল নিরাপত্তা আইন মন্ত্রিসভায় আলোচনার জন্য তোলা হয়নি বলে মন্ত্রিসভার একাধিক সদস্য সূত্রে জানা গেছে। এর আগে গত ৩০শে সেপ্টেম্বর সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন ফের মন্ত্রিসভায় পর্যালোচনা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা নিয়ে সম্পাদক পরিষদের আপত্তির বিষয়টি মন্ত্রিসভায় আলোচনার জন্য তোলা হবে।

এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনার পর আবারও সম্পাদক পরিষদের সঙ্গে বসবো আমরা। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হওয়ার পর এর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছিল সম্পাদক পরিষদ। তথ্যমন্ত্রীর আলোচনার আহ্বানের প্রেক্ষিতে ওই কর্মসূচি স্থগিত করা হয়। সম্পাদক পরিষদের সঙ্গে ওই দিনের বৈঠকে আইনমন্ত্রী ছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। সভা শেষে আইনমন্ত্রী জানিয়েছিলেন, সম্পাদক পরিষদ ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা নিয়ে আপত্তি জানিয়েছেন। যেহেতু আইনটি সংসদে পাস হয়ে গেছে, তাই এখন সম্পাদক পরিষদের আপত্তি ও বক্তব্যগুলোকে মন্ত্রিসভায় তুলে ধরা হবে। আগামী ৩রা অক্টোবরের মন্ত্রিসভার বৈঠকে হয়তো তুলে ধরা হবে না। কারণ, অনেকগুলো অ্যাজেন্ডা আছে। পরের সভায় তুলে ধরা হবে। তারপর মন্ত্রিসভা যে কার্যপরিধি ঠিক করে দেবে, সেই অনুযায়ী আলোচনায় বসার জন্য তাঁরা সম্মত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status