বিশ্বজমিন

ব্যাংককে দুই পর্যটককে গুলি করে হত্যা

মানবজমিন ডেস্ক

৮ অক্টোবর ২০১৮, সোমবার, ৩:৩৮ পূর্বাহ্ন

ব্যাংককে দুই বিরোধী পক্ষের গুলিবিনিময়কালে দুই বিদেশি পর্যটক নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন এবং আহতদের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
গতরাতে সেন্টারা ওয়াটারগেট পযাভিলিয়ন হোটেলের পেছনে এ গোলাগুলির ঘটনা ঘটে। আর সে স্থানেই ছিল পর্যটকবাহী গাড়ি। নিহত গখরেজ ধীরাজ (৪২) ভারতীয় নাগরিক এবং কিওভোংসা তোনিকিও (২৮) লাওসের নাগরিক। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে দুইজন থাই নাগরিকও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে ২০ জন বন্দুকধারী যুবক পিস্তল, ছুড়ি এবং লাঠি নিয়ে ক্লাব থেকে রাস্তার দিকে দৌঁড়ে যাচ্ছিলেন। তিনজন ফাঁকা গুলিও ছুড়ছিলেন। ঘটনাস্থলে পুলিশ চলে আসায় তারা সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা সামারান সামরুয়াজকিত জানান, দুই দলের মধ্যে গাড়ি পার্কিংয়ের পাশে গুলি বিনিময় চলছিল। তাদের মারামারি এক পর্যায়ে অস্ত্রযুদ্ধে পরিণত হয়। এতেই এ সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ এখনও আটক কররে পারেনি।  
 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status