বিশ্বজমিন

পশ্চিমবঙ্গে বিজেপি একটি আসনও পাবে না: মমতা

মানবজমিন ডেস্ক

৬ অক্টোবর ২০১৮, শনিবার, ১:৫৫ পূর্বাহ্ন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে একটি আসনও পাবে না বলে এক বক্তব্যে বিজেপিকে আক্রমণ করে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির কোনো কূটকৌশল বাংলায় চলবে না বলেও তিনি জানান। আর বাংলায় যেন বিজেপি কোনো আসন না পায় সেটি তৃণমূল কংগ্রেস নিশ্চিত করবে বলেও শুক্রবার জানিয়েছেন মমতা।
তিনি বলেন, বিজেপি যেন একটি আসনেও জিততে না পারে সে বিষয়টি আমাদের নিশ্চিত করা উচিত। রাহুল গান্ধীর মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে  তিনি একই কথা বলেন, দেশের অর্থনীতি এরই মধ্যে ভেঙ্গে গেছে। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। তিনি সকল বিরোধী দলকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন যাতে লোকসভায় বিজেপি কোনো আসন না পায়। কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিএমকে ইতিমধ্যে তিনি দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন বলে জানান।
মমতা ব্যানার্জী আরো বলেন, পশ্চিমবঙ্গ সরকার জ্বালানীর দাম কমিয়েছে। যদিও রাজ্য সরকারকে ঋণ পরিশোধ করতে হবে। এছাড়াও মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার নির্বাচনে বহুজন সমাজ পার্টি কংগ্রেসের সঙ্গে যোগ দেয়ার বিষয়ে কোনো মন্তব্য না করে মমতা বলেন, আগামী ১৯শে জানুয়ারি তার দলীয় র‌্যালিতে তিনি মায়াবতী এবং কংগ্রেস উভয়কেই আমন্ত্রণ জানাবেন।      
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status