বিশ্বজমিন

সৌদি আরবে ব্যাংকের প্রথম নারী প্রধান কর্মকর্তা

মানবজমিন ডেস্ক

৬ অক্টোবর ২০১৮, শনিবার, ১২:২৯ অপরাহ্ন

সৌদি আরবে প্রথমবারের মতো ব্যাংকের প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। তার নাম লুবনা আল ওলায়া। তিনি দেশটিতে কোন অর্থনৈতিক খাতে প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পেলেন। সৌদি বৃটিশ ব্যাংক এবং আলওয়াল ব্যাংকের সমন্বয়ে প্রতিষ্ঠিত এক নতুন ব্যাংকের প্রধান হবেন সৌদি এই ব্যবসায়ী নারী। এমনটাই বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জুন মাসে সৌদি নারীদের সর্বপ্রথম সরকারিভাবে গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। আর সম্প্রতি ওলায়ার অর্থনৈতিক খাতের কোনো শীর্ষ পদে যোগদানের মাধ্যমে সৌদি নারীদের জীবনধারার প্রবর্তক হিসেবে দেখা গেল। রক্ষণশীল এ সমাজব্যবস্থায় কোনো শীর্ষ পদে তার এই যোগদান নারীদের জন্য এক নতুন ধারার সৃষ্টি করবে। এছাড়াও ফোর্বস ২০১৮ তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
প্রসঙ্গত, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে দেশটির আধুনিকায়নের মাধ্যমে নারীদের অবস্থার উন্নতি হতে দেখা যাচ্ছে। যদিও তার বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্যাপক সমালোচনা আছে। সমালোচনা আছে যে, তিনি ক্ষমতায় এসে আস্তে আস্তে সব ক্ষমতা নিজে কুক্ষিগত করার চেষ্টা করছেন। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করছেন কড়া হাতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status