অনলাইন

রাঙামাটিতে অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মিভূত

রাঙামাটি প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১০:৫২ পূর্বাহ্ন

গভীর রাতের রহস্যময় আগুনে পুড়ে ছাড়খার হয়ে গেলো পুরো একটি মার্কেট। মঙ্গলবার গভীর রাতে রাঙামাটির কাউখালী উপজেলা সদরের আজম মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে পুরো মার্কেটটির ২০টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার সময় আকস্মিকভাবে আজম মার্কেটের একটি দোকানে আগুন লেগে মুহুর্তের মধ্যেই আশে-পাশের অন্যান্য দোকাগুলোতে ছড়িয়ে যায়। পরে রাঙামাটি থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরইমধ্যে মার্কেটটির ২০টি দোকান সম্পূর্র্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, এক কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী আঞ্চলিক পরিচালক  দিদারুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের অভিযোগ, বিগত এক বছর সময়কাল ধরে কাউখালীতে ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন করা হলেও রহস্যজনক কারণে সেটিকে এক বছরেও উদ্বোধন করা হয়নি। যার ফলশ্রুতিতে মঙ্গলবার রাতে দীর্ঘ দুই ঘন্টা সময় ধরে দাউ দাউ করে আগুন জ্বললেও রাঙামাটি থেকে আসার ফায়ার সার্ভিসেরকর্মীরা কিছুই রক্ষা করতে পারেনি। অবিলম্বে কাউখালীর ফায়ার সার্ভিস স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status