খেলা

পাকিস্তানকে ধুয়ে দিলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুই ম্যাচেই স্রেফ উড়ে গেছে পাকিস্তান। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল। তার আগে উত্তরসূরিদের পারফরমেন্সের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। এবারের আসরে নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে দুইটিতে জয় পায় পাকিস্তান। গ্রুপপর্বে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর ভারতের কাছে একই ব্যবধানে হার দেখে তারা। আর সুপার ফোরপর্বে আফগানিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ভারতের সামনে ফের অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। পাঁচদিনের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের দুইবার লজ্জা দেয় টিম ইন্ডিয়া। রোববার পাকিস্তানের ২৩৮ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের দাপুটে জয় পায় ভারত। উইকেটের হিসেবে পাকিস্তানের বিপক্ষে এটাই ভারতের সবচেয়ে বড় জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার দুইশ’ রানের (২১০) ওপেনিং জুটি উপহার দেন অধিনায়ক রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুইজনই সেঞ্চুরি হাঁকান। বাংলাদেশের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের আগে পাকিস্তানের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে ভীতি প্রকাশ করেন কোচ মিকি আর্থার। আর ভারতের বিপক্ষে বাজে পারফরমেন্সে ভীষণভাবে হতাশ ও বিব্রত ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেটে এমন দিন দেখতে হবে তা কখনো ভাবেননি নিজের প্রজন্মের অন্যতম সেরা পেসার। ওয়াসিম বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে প্রায় ২০ বছর খেলেছি। কখনো কল্পনাও করিনি যে এমন দিন দেখতে হবে। ভারত একপেশে খেলে জিতেছে। নব্বইয়ের দশকে ভারতকে যতটা চাপে রাখতাম এখন ভারতই আমাদের ততটা চাপে রাখে। ন্যূনতম লড়াই তো করতে হবে। এটা খুবই হতাশার। পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে এমন পারফরমেন্স দেখাটা বিব্রতকর।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status