বিশ্বজমিন

আবারো কিম জংয়ের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প

মানবজমিন ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অদূর ভবিষ্যতে তিনি আবারো কিমের সঙ্গে বৈঠকে বসবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ট্রাম্প। এ খবর দিয়েছে বিবিসি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা দ্বিপক্ষীয় বৈঠকেও বসছেন। সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেমনি এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ডনাল্ড ট্রাম্প ও মুন জায়ে ইন উত্তর কোরিয়াসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় ডনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। এখন দু’দেশের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে দু’দেশের মধ্যে অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়া আরো এগিয়ে নিতে চায়। এজন্য দ্রুতই তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, গত ১২ই জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করেন। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দু’দেশের মধ্যে এখনো দর কষাকষি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status