বাংলারজমিন

গোয়াইনঘাটে ভুয়া নাগরিক সনদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত অপসারণ দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:৪০ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের ভুয়া নাগরিক সনদ নিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া বহিরাগতদের চাকরিচ্যুত করার দাবিতে ফুঁসে উঠেছেন এলাকার ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। চলছে আন্দোলনসহ লাগাতার কর্মসূচির প্রস্তুতি। এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, সিলেটের জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন একাধিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা পৃথক স্মারকলিপিতে এ ঘটনার সঙ্গে জড়িত ও তাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনসহ লাগাতার কর্মসূচি দেয়ার ডাক দেয়া হয়। ভুয়া নাগরিক সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের বহিষ্কার দাবিতে ২৩শে সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গোয়াইনঘাটের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে তারা অনতি বিলম্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেয়া ভুয়া নাগরিক সনদ নিয়ে নিয়োগ পাওয়া এসব সহকারী শিক্ষকের চাকরি থেকে বহিষ্কার দাবি জানান। অন্যথায় অচিরেই কঠোর আন্দোলনসহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। নির্বাহী অফিসারের পক্ষে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা শফিকুর রহমান। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল আলম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ, সাইদুর রহমান, মতিউর রহমান, রুবেল আহমদ, নাজিম উদ্দিন, শাহাব উদ্দিন, আ. রব, নাজমিন আক্তার, সাফিয়া বেগম, তুলি মনি, হাসিনা আক্তার প্রমুখ। এদিকে এ ঘটনায় একই দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি সোহেল আহমদ, ২৪শে সেপ্টেম্বর সোমবার গোয়াইনঘাট সমিতি সিলেটও অনুরূপ একটি স্মারকলিপি প্রদান করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status