অনলাইন

ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের বৈঠক

বিএনপির জনসভার পর লিঁয়াজো কমিটি

স্টাফ রিপোর্টার

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২৯ পূর্বাহ্ন

বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়া সামনে এগিয়ে নিতে আগামী শনিবার বিএনপির সমাবেশের পর লিয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের আ অ ম শফিক উল্লাহ, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী প্রমুখ নেতারা অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status