রকমারি

শৌচাগার ভেবে টানলেন অন্য দরজা, মাঝ আকাশে হুলস্থূল

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:৫২ পূর্বাহ্ন

প্রথম বিমানে উঠেছেন ভ্রমণের জন্য। তার পরে মাঝ আকাশে যা কাণ্ড ঘটালেন হতবাক সহযাত্রী থেকে বিমানসংস্থা।
ঘটনার সূত্রপাত এক ব্যক্তির বিমানে ওঠাকে কেন্দ্র করে। দিল্লি থেকে ওই ব্যক্তি পাটনাগামী একটি বিমানে ওঠেন। মাঝ আকাশে যাওয়ার পরেই আচমকা ওই ব্যক্তি বিমানের দরজা খুলতে থাকেন। সঙ্গে সঙ্গে চিৎকার করেন বাকি সহযাত্রীরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি যখন দরজা খুলছিলেন তখন আশেপাশে বিমানের কোনও ক্রু-মেম্বর ছিলে‌ন না। পরে সহযাত্রীদের চিৎকারে ক্রু-মেম্বাররা এসে ওই ব্যক্তিকে দরজা খোলা থেকে বিরত করেন।

পাটনা বিমানবন্দরে অবতরন করার পরে ওই ব্যক্তি সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফ আবার ওই ব্যক্তিকে পাটনা এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি প্রথম বার বিমানে উঠেছিলেন। তিনি বিমানের দরজাটিকে শৌচাগারের দরজা ভেবে খুলেতে যান। তার পরেই ঘটে বিপত্তি। ওই ব্যক্তির এমন কাণ্ডে হতচকিত হয়ে গিয়েছেন সকলে।
পুলিশ ব্যক্তিগত জামিনে এই ব্যক্তিকে মুক্তি দিয়েছে।

সূত্র: এবেলা
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status