অনলাইন

‘মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

স্টাফ রিপোর্টার

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৩:০৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগে মাদক সেবন ও তথ্য গোপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আগামী ২৭শে সেপ্টম্বর, বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’। দিবসটিকে সামনে রেখে নেয়া হয়েছে নানান কর্মসূচি। আজ মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

তিনি বলেন, World Travel and Tourism Council এর ২০১৮ সালের বাৎসরিক হিসাব অনুযায়ী ২০১৭ সালের অর্থবছরে দেশের জাতীয় আয়ে ভ্রমন ও পর্যটন খাতের প্রত্যক্ষ অবদান ছিল ৪২৭.৫ বিলিয়ন (৪ হাজার ২ শ ৭৫ কোটি) টাকা যা জিডিপির ২.২ শতাংশ এবং মোট আয় ছিল ৮৫০.৭ বিলিয়ন (৮ হাজার ৫শ ৭ কোটি) টাকা যা জিডিপির ৪.৩ শতাংশ। এই সেক্টরে প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান ছিল ১ হাজার ১ শত ৭৮টি যা দেশের মোট কর্মসংস্থানের ১.৮ শতাংশ। ২০১৭ সালের পরোক্ষ কর্মসংস্থানের ক্ষেত্রে মোট কর্মসংস্থানের ৩.৮ শতাংশ অবদান পর্যটন খাত থেকে এসেছে।
এছাড়াও একেএম শাহজাহান কামাল এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ষোঘণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য, ২৭শে সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি র‌্যালির আয়োজন করা হবে। যা মৎস্য ভবনের সামনের সড়ক থেকে দোয়েল চত্তর হয়ে রাজু ভাস্তর্যে এসে শেষ হবে। মানিক মিয়া এভিনিউ থেকে ২০০ জন সাইকিলিস্টের সাইকেল র‌্যালি মৎস ভবনের সামনে মূল র‌্যালিতে যোগ দেবে। রাজধানীর রবীন্দ্র সরোবরে ২৭-২৯শে সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ট্যুরিজম ফেস্ট আয়োজন করবে। এছাড়াও ৩ দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status