বিশ্বজমিন

পাচারকারী নারীর সঙ্গে কেজরিওয়ালের ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়

মানবজমিন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৩:০০ পূর্বাহ্ন

একজন নারীর সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবি। তাও ওই নারী একজন মানবপাচারকারী হিসেবে অভিযুক্ত। এমন ছবি নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে উত্তেজনা দেখা দিয়েছে। রাজনীতির আলোচনায় ঘুরছে এ বিষয়টি। ওই নারী হলেন প্রভা মুন্নি। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে। তার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। তাদেরকে দেখা যায় ওই ছবিতে পাশাপাশি বসে আছেন। দিল্লির পাঞ্জাববাগ এলাকা থেকে পুলিশ প্রভা মুন্নিকে গ্রেপ্তার করেছে ২৫ শে সেপ্টেম্বর। এর আগে মুন্নি ছিলেন পলাতক। তাকে গ্রেপ্তারের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ছবি। প্রভা মুন্নির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি এনজিও চালান। এর আওতায় তিনি গোপনে একটি এজেন্সি পরিচালনা করেন। এর মাধ্যমে ভাল চাকরি দেয়ার মাধ্যমে ঝাড়খন্ডের যুবতীদের প্রলুব্ধ করা হতো। এ প্রলোভনে পা দিয়ে যুবতীরা দিল্লি পৌঁছার পর তিনি তাদেরকে মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিতেন। এ অভিযোগে তার বিরুদ্ধে ঝাড়খন্ডে বহু মামলা আছে। তাকে ধরিয়ে দিতে এক পর্যায়ে ঝাড়খন্ডের পুলিশ ২৫ হাজার রুপি ঘোষণা করে। সূত্রগুলো বলছে, পুলিশ এখনও তদন্ত করছে কত নারীকে পাচার করেছেন মুন্নি। ২০১৩ সালে তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন। বর্তমানে তিনি রয়েছেন ঝাড়খন্ড পুলিশি হেফাজতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status