অনলাইন

অংশগ্রহণমূলক নির্বাচন চায় আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ২:৫৪ পূর্বাহ্ন

সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় আওয়ামী লীগ। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়কমন্ত্রী জেরেমি হান্টকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিং করেন।

সাক্ষাৎকালে জেরেমি হান্ট বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাজ্য। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরাও চাই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে।
এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি মিয়ানমার স্বাক্ষতির চুক্তি অনুযায়ী কাজ করছে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় জেরেমি হান্ট রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা হানিয়েছেন। এছাড়াও বাংলাদেশ সফরে তার আগ্রহের কথাও ব্যক্ত করেন তিনি এসময়। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশন আয়োজিত গ্লোবাল কল টু অ্যাকশন অন ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন। অন্য বিশ্ব নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status