বিশ্বজমিন

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ

চীনের ২০০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কার্যকর

মানবজমিন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:১০ পূর্বাহ্ন

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বাণিজ্য যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। চীন থেকে আমদানি হওয়া পণ্যের উপর তৃতীয় বারের মতো অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মাধ্যমে চীনের প্রায় ২০০ বিলিয়ন ডলারের পণ্যের উপরে অতিরিক্ত ১০ শতাংশ হারে শুল্ক প্রদান করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ চূড়ান্ত রূপ ধারণ করেছে। সোমবারে তৃতীয় দফায় শুল্ক আরোপের মাধ্যমে চীনের মোট ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যের উপর শুল্ক আরোপ করা হলো। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার বিপরীতে চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ বিলিয়ন ডলারের পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। চীন রপ্তানি করে এরকম প্রায় ৬০০০ ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের শুল্কের আওতায় পড়বে।

এর মধ্যে অন্যতম হচ্ছে বেজবল গ্লোভস, কারখানার যন্ত্রাংশ, খাবার ও পোশাক। অপরদিকে যুক্তরাষ্ট্রের উৎপাদিত রাসায়নিক, পোশাক, গাড়ির যন্ত্রাংশ ও প্রাইভেট বিমানের উপর শুল্ক আরোপ করেছে চীন। গত ১৭ই সেপ্টেম্বরই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, তার দেশ ২০০ বিলিয়ন চীনা পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে। তার জবাবে চীনের অর্থ মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিলে চীনও ছেড়ে কথা বলবে না। এ সময় তারা প্রায় ৫২০০ মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত ৫ থেকে ১০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দেয়। একইসঙ্গে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণের বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থায়  নতুন অভিযোগ দায়েরের ঘোষণাও দিয়েছে চীন।

একইসঙ্গে বৃহস্পতিবার নতুন করে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ও সুখোই যুদ্ধবিমান ক্রয়ের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন আগামী জানুয়ারির পূর্বে যদি চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে শুল্কের হার বাড়িয়ে শতকরা ২৫ ভাগ করা হবে। এ মাসের শেষে ওয়াশিংটনে দেশ দুটির মধ্যে এ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে যুক্তরাষ্ট্র পরবর্তীতে তার অভ্যন্তরে থাকা চীনা বিনিয়োগের বিষয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কেউ কেউ দাবি করছেন, কালক্রমে চীনকে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই বাজার খুঁজতে হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status