বাংলারজমিন

রামগঞ্জে অল্পের জন্য রক্ষা পেলো সহস্রাধিক শিক্ষার্থী

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিত্যক্ত ঘোষণার পরও একান্তই বাধ্য হয়ে শিক্ষা ও অফিসিয়াল কার্যক্রম চালাতে বাধ্য হয়েছেন রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটি। স্থান সংকুলান না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে  দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসলেও হঠাৎ  রোববার সকাল ১১টায় মাদরাসা ভবনের একটি অংশের পলেস্তারা ও বারান্দার ছাদ ধসে পড়ে। এসময় মাদরাসা মাঠে র‌্যালিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা ভবনে না থাকায় রক্ষা পায় সহস্রাধিক শিক্ষার্থীর জীবন। স্থানীয় সূত্র জানায়, ১৯৬৪ সালে নির্মিত রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদরাসার পুরাতন ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও রাজনীতিবিদরা দফায় দফায় চেষ্টা করেন নতুন ভবন নির্মাণের জোর তদবির চালিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। এতে করে কোনো উপায়ান্তর না দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০০৪ সালে মাদরাসা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু মাদরাসা সংলগ্ন সাইক্লোন সেন্টারের শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় বিগত কয়েক বছর থেকে মাদরাসা কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুরাতন ভবনেই দৈনন্দিন কার্যক্রম চালাতে বাধ্য হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ও স্থানীয় সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল মাদরাসার পুরাতন ভবনের স্থানে নতুন ৬ তলা ভবনের জন্য সরকার থেকে প্রকল্প অনুমোদন করেন। এবং টেন্ডার কর্মকাণ্ড প্রক্রিয়াধীন রয়েছে।
র‌্যালি শেষে শিক্ষার্থীরা মাদরাসায় উঠার সময় হঠাৎ অষ্টম শ্রেণির ক্লাসরুমের সামনে দোতলার বারান্দার একটি অংশ নিচে ধসে পড়ে। এসময় মাদরাসা কক্ষে কয়েকজন শিক্ষার্থী আটকে পড়ে।
হঠাৎ ভবন ধসের ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত মাদরাসা ভবন থেকে সরাতে গেলে কয়েকজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শত শত অভিভাবক। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আকবর হোসেন জানান, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করেছি। পুরাতন ভবন সম্পূর্ণ খালি করা হয়েছে।  মাদরাসার অধ্যক্ষ এইচ এম মোশতাক আহম্মেদ জানান, র‌্যালি শেষ করে আমরা মাত্র অফিসে ফিরেছি- এমন সময় বিকট শব্দে মাদরাসার একটি অংশের পলেস্তারা ও ছাদ মাটিতে ধসে পড়ে। শব্দে আমরাসহ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ি। গভর্নিং বডির সদস্যরা সিদ্ধান্ত নিয়ে দ্রুত ভবনটি খালি করার ব্যবস্থা গ্রহণ করেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন, দ্রুত মাদরাসা ভবনের টেন্ডার প্রক্রিয়া শেষ করে নতুন ভবন নির্মাণ করা হয়। না হলে কয়েকদিন পর জেডিসি পরীক্ষাসহ পড়ালেখা মারাত্মক ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status