বাংলারজমিন

শ্রীমঙ্গলে ‘উপজেলা প্রেস ক্লাব’ নামে দোকানকোঠা দখলের অভিযোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:২৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ‘উপজেলা প্রেস ক্লাব’র নামে শহরের সাগরদীঘি সড়কের একটি মার্কেটের দোকানকোঠা দখলের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে দোকানকোঠাটি দখলে নিয়ে ‘শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব’ নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। রোববার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মার্কেটের জমির লিজগ্রহীতা মো. আব্দুল হালিম। এসময় আব্দুল হালিমের খালা মার্কেটের কেয়ার টেকার শিরীন আক্তার, মো. ইছরাইল মিয়া, আবু কালাম ও মার্কেটের ব্যবসায়ী  আনোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত শনিবার দুপুরে সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, শামিম আক্তার হোসেন, চৌধুরী ভাষ্কর হোম, প্রীতম পাল, শিমুল তরফদারসহ আরও ১০-১২ জন লোক হালিমের মার্কেটে যায়। তারা মার্কেটের ভাড়াটে চা-পাতা ব্যবসায়ী জাফর মিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করে ওই দোকানকোঠার দখল নেয়। একই সময়ে তারা দোকানকোঠার উপরে একটি এবং মার্কেটের সামনে আরও একটি ‘শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব’ নামে দুটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। দখলের পর থেকে তারা নিয়মিত সেখানে অবস্থান করছে। থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কাগজপত্র নিয়ে দখলকারীদের থানায় যাওয়ার কথা বলে ফিরে আসে। ‘বিকুল চক্রবর্তী ও তার বাহিনী কর্তৃক আমার দোকানঘর জবরদখলের সচিত্র ভিডিও ফুটেজ মার্কেটের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে বলে আবদুল হালিম তার অভিযোগে জানান।’ দখলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন বিকুল চক্রবর্ত্তী। তিনি বলেন, ‘অফিসের জন্য আমরা উপজেলা প্রেসক্লাবের পক্ষে ওই জমির জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছি। লিজ পেতে হলে জায়গা দখলে থাকতে হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status