অনলাইন

কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৮:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের আলোচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানের বিরুদ্ধে এবার চাঁদাবাজি, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেছেন ওই কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা ছাত্র জাকারিয়া হোসেন নাহিদ।
আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী দাউদুল ইসলাম।
মামলায় আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৮৫, ৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৭ই সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার সনদ ও ছাড়পত্রের জন্য বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানের কক্ষে যান নাহিদ। তখন অধ্যক্ষ তার কাছে ছাড়পত্রের জন্য দুই লাখ টাকা দাবি করেন। এ সময় নাহিদ টাকা ছাড়া সনদ ও ছাড়পত্র কলেজ কর্তৃপক্ষ দিতে বাধ্য বলে জানালে অধ্যক্ষ ড. জাহেদ খান ক্ষেপে যান এবং তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে অধ্যক্ষ তার গলা টিপে ধরে তাকে খুন করার হুমকি দেন।
এই ঘটনায় নাহিদ চকবাজার থানায় মামলা দায়ের করতে গেলে ওসি আদালতে মামলা করার পরামর্শ দেন বলে আরজিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, পাঁচ হাজার টাকা করে উন্নয়ন ফি আদায়ের জন্য গত মার্চ মাসে তিন শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ উঠেছিল বিজ্ঞান কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। সেই প্রবেশপত্র আদায়ের জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পদত্যাগী সাধারণ স¤পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে আন্দোলনে নামে ছাত্রলীগের একাংশ। আন্দোলনের মুখে প্রবেশপত্র ফেরত দিতে বাধ্য হন অধ্যক্ষ ড. জাহেদ খান।
তবে ২৯ মার্চ সেই আন্দোলনের সময় জাহেদ খানকে ঘুষি দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিতর্কের মুখে পড়েন রনি। রনিসহ তার কয়েকজন অনুসারীর বিরুদ্ধে চকবাজার থানায় মারধর ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন অধ্যক্ষ ড. জাহিদ খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status