বাংলারজমিন

‘জঙ্গিবাদ ও মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নেই’

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৩০ পূর্বাহ্ন

তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাহফুজুল হক বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশ এখন অনেক এগিয়েছে। ডিজিটাল বাংলাদেশে তথ্যের অবাধ স্বাধীনতা সাধারণ মানুষকে সচেতন হিসেবে গড়ে তুলছে। তিনি বলেন, মাদক আর জঙ্গিবাদ সামাজিক শৃঙ্খলা আর অগ্রগতির প্রধান অন্তরায়। এদের কোনো সুযোগ দেয়া যাবে না, তাদের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নেই। দেশপ্রেমে বলীয়ান হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ প্রতিরোধ ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-সচিব ও সহকারী পরিচালক মো. শফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। স্বাগত বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা তথ্য অফিসের নবাগত কর্মকর্তা পবন চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন, গীতা পাঠ করেন নারায়ন চন্দ্র গোপ। ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এমএ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন- ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, আল আমিন খান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জালাল উদ্দিন, একটি বাড়ি একটি খামার সাদুল্লাপুর ইউনিটের সভানেত্রী শেখ ছইফা রহমান কাকলী প্রমুখ। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status