বাংলারজমিন

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা, ক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:০৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল পরিবারের সদস্যদের ওপর আবারো মামলা করেছে পুলিশ। মামলায় প্রধান আসামি করা হয়েছে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শামীম আহমদকে। ঘটনা ছাড়াই মামলা করায় ক্ষোভ বিরাজ করছে কোম্পানীগঞ্জ আওয়ামী লীগে। পুলিশের করা মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল বাছির বলেছেন, কাল্পনিক মামলায় দিয়ে তার পরিবারকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এতে প্রমাণ হয়েছে ওসি আব্দুল হাই আক্রোশমূলকভাবে এ মামলা করেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি আব্দুল হাইয়ের প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে রোববার উপজেলার পাড়ুয়া এলাকায় পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের নেতারা সমাবেশের ডাক দেন। অনুমতি না নেয়ায় ওই সমাবেশ করতে দেয়নি পুলিশ। কিন্তু রাতেই কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশার বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল বাছিরের পরিবারের সদস্যদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়- রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও যান চলাচলে বাধা দেয়া হয়েছে। মামলায় কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এক্সপোর্ট, ইম্পোর্ট ব্যবসায়ী হাজী শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা বিলাল আহমদ, যুবলীগ নেতা কেফায়েত উল্লাহ, সফাত উল্লাহ, পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মামুন চৌধুরী, ইলিয়াস আলী রাশা, হাছান চৌধুরী, জামাল আহমদ, শাওন মাহমুদ, রাসেল আহমদ, আলী হোসেন, শরীফ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুজন মাহমুদ, সোহেল আহমদ, আব্দুল কাদির, সাইফুল ইসলাম, জুয়েল আহমদ ও জুবেল আহমদ তালহাকে। কোম্পানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আব্দুল বাছির অভিযোগ করেছেন, এজাহারে যে ঘটনার বর্ণনা দেয়া হয়েছে, ওই দিন এলাকায় এরকম কোনো ঘটনাই ঘটেনি। পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শামীম আহমদ জানিয়েছেন, এই অনুষ্ঠান সম্পর্কে তিনি কিছুই জানেন না। কিংবা তিনি আমন্ত্রিতও ছিলেন না। ব্যবসায়িক কাজে তিনি সিলেটে বসবাস করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status