বাংলারজমিন

রাজারহাটে ভার্কের ওয়াশ পরিস্থিতি পরিদর্শনে উপজেলা প্রশাসন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:০৪ পূর্বাহ্ন

রাজারহাটে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আয়োজনে ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রাজারহাট উপজেলার সার্বিক ওয়াশ পরিস্থিতি ও করণীয় বিষয়ক মাঠ পরিদর্শন ও আলোচনা সভা গতকাল ঘড়িয়ালডাঙ্গা ইউপির সরকারিবাড়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহা: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে ও ভার্ক রাজারহাট এর প্রকল্প ব্যবস্থাপক আহমেদ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবুনুর মো. আক্তারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যনন্দ বর্ম্মন, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু, প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ভার্কের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. তৌহিদ রহমান সরকার প্রমুখ। এর আগে সংশ্লিষ্ট ইউপির গতিয়াশাম এলাকার কয়েকটি সুবিধাভোগী পরিবারের বসতবাড়িতে ওয়াশ পরিস্থিতি পরিদর্শন শেষে সরকারিবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভার্কের অর্থায়নে ৮ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে সমন্বিত স্কুল স্যানিটেশন কমপ্লেক্স-এর কাজের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, সভায় রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০০ ল্যাট্রিন ও হাত ধোয়ার ব্যবস্থাপনা প্রদানের আশ্বাস দেন ইউএনও মুহ: রাশেদুল হক প্রধান। পাশাপাশি ইউএনও ভার্ক রাজারহাট টিমকে তালিকা প্রণয়ন করার নির্দেশনা প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status