অনলাইন

জামায়াত নেতা শামসুল ইসলাম কারাগারে

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৬:৫২ পূর্বাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
শামসুল ইসলামের বিরুদ্ধে করা বিশেষ ক্ষমতা আইনের পাঁচটি মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত স্পেশাল-১ এর বিচারক ইসমাঈল হোসেন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাওলানা শামশুল ইসলামের আইনজীবী এডভোকেট মঞ্জুর আহমদ আনসারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের ৫টি মামলায় শামসুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এসব মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে। জামায়াতের এ কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপির বিরুদ্ধে নাশকতা, ভাঙচুরসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status