খেলা

১২৬ বছরে লিভারপুলের ‘প্রথম’

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১০:২৭ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা ষষ্ঠ ম্যাচে জয় পেলো লিভারপুল। শনিবার সাউদাম্পটনকে ৩-০ গোলে হারায় কোচ ইয়ুর্গেন ক্লপের দল। চলতি আসরে টানা ষষ্ঠ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। আর মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা অলরেডদের টানা সপ্তম জয়। নিজেদের ১২৬ বছরের ক্লাব ইতিহাসে এ বারই প্রথম সব ধরনের প্রতিযোগিতায় মৌসুম শুরুর টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে লিভারপুল। আর লীগে শুরুর ছয় ম্যাচে টানা জয় পেলো ২৮ বছর পর। এর আগে ১৯৭৮-৭৯ মৌসুমে প্রথম এবং ১৯৯০-৯১ মৌসুমে দ্বিতীয়বারের মতো লীগের শুরুর ছয় ম্যাচে জয় পায় তারা। এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে পিএসজির বিপক্ষে জয়সূচক গোল করা রবার্তো ফিরমিনো সাউদাম্পটনের বিপক্ষে ফেরেন শুরুর একাদশে। এদিন নিজ মাঠে ম্যাচের দশম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। ফিরমিনোকে উদ্দেশ্য করে জারদান শাকিরির বাড়ানো বল স্লাইড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান সাউদাম্পটনের ডাচ ডিফেন্ডার ভেসলি হুট।
জোয়েল মাতিপ ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের ক্রস থেকে পাওয়া বল হেডে জালে জড়ান ক্যামেরুনের এই ডিফেন্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া তৃতীয় গোলে চালকের আসনে বসে লিভারপুল। ৩০ গজ দূর থেকে শাকিরির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরার পর ফাঁকায় পেয়ে বল ঠিকানায় পৌঁছে দেন মিশরি ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আসরে চার ম্যাচ পর গোলের দেখা পেলেন সালাহ। চলতি লীগে ছয় ম্যাচে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে সাউদাম্পটন। ছয় ম্যাচে লিভারপুলের পয়েন্ট পুরো ১৮। শনিবার সাউদাম্পটনকে হারিয়ে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লীগের শেষ ২৪ ম্যাচে অপরাজিত লিভারপুল। যার মধ্যে ১৬টিতে জয় আর বাকি আট ম্যাচে ড্র করেছে অলরেডরা। ২০০৯ সালের পর ঘরের মাটিতে লিভারপুলের এটাই সেরা ফল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status