খেলা

‘পাঁচ হাজারি’ ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১০:২৭ পূর্বাহ্ন

ব্যাট হাতে গর্বের আরেক ল্যান্ডমার্ক স্পর্শ করলেন মুশফিকুর রহীম। ওয়ানডেতে ৫০০০ রান পূর্ণ হলো বাংলাদেশি এ ব্যাটসম্যানের। ক্যারিয়ারের ১৮৯ ওয়ানডেতে ৪৯৯৩ রান নিয়ে গতকাল আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামেন মুশফিক। এদিন মুশফিকের ব্যাট থেকে আসে ৩৩ রান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলীয় ১৮ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় বাংলাদেশ। ব্যক্তিগত ৬ ও ১ রানে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও ওয়ানডাউনে প্রমোশন পাওয়া মোহাম্মদ মিঠুন। তবে তৃতীয় উইকেটে ওপেনার লিটন কুমার দাসের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন মুশফিক। যদিও ক্রিজে ভুল বোঝাবুঝির জেরে রানআউটে কাটা পড়ে মুশফিকের উইকেট। এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ২৬১ রানের পুঁজি নিয়ে ১৩৭ রানে জয় দেখে বাংলাদেশ। পাঁজরের চোটের কারণে গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেয়া হয় তাকে। সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে দলে ফেরেন মুশফিক। ওই ম্যাচে ২১ রান করেন তিনি। ওয়ানডেতে ক্যারিয়ারের ১৯০তম ম্যাচে পাঁচ হাজারি ক্লাবে যোগ দিলেন মুশফিক। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬ সেঞ্চুরির সঙ্গে ২৯টি অর্ধশতক রয়েছে বাংলাদেশি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের কৃতিত্ব দেখানো তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় মুশফিক। এর আগে গর্বের এ ল্যান্ডমার্ক স্পর্শ করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। গতকাল পাঁচ নম্বরে ব্যাট হাতে ২ বল মোকাবিলায় ‘০’ রানে রানআউট হন সাকিব। ১৯২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সাকিবের সংগ্রহ ৫৪৮২ রান। ওয়ানডেতে ১৮৩ ম্যাচে তামিম ইকবালের সংগ্রহ ৬৩০৭ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status