বাংলারজমিন

রংপুরে শিশু গৃহকর্মীর ওপর বর্বরতা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

রংপুরে জেল সুপারের স্ত্রী কর্তৃক চাঁদনী আক্তার জুঁই (১২) নামে এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে যাওয়া ওই শিশুকে উদ্ধার করে পুলিশ আদালতের মাধ্যমে তাকে সেল্টার হোমে প্রেরণ করেছে। শিশুটির পরিবার নির্যাতনকারীর শাস্তি দাবি করেছেন। পুলিশ ও মানবাধিকার কর্মীর সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার খোচাবাড়ি মাস্টারপাড়া এলাকার কৃষক দুলালের সৎ মেয়ে চাঁদনী আক্তার জুই ৬ বছর বয়স থেকে নীলফামারী জেল সুপার মো. নজরুল ইসলামের রংপুর নগরীর পশ্চিম বাবুখাঁ’র বাসায় কাজ করতো। কাজে ভুল হলেই লাঠি, রান্নার চামুচ দিয়ে প্রায় সময় মারধর করতো ওই জেল সুপারের স্ত্রী কাকলী। দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন সইতে না পেরে গত শনিবার রাতে জুই বাড়ি থেকে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম বাবুখাঁ’র এক মানবাধিকার কর্মী জুইকে কান্না করতে দেখে জিজ্ঞাসাবাদে নির্যাতনের ঘটনা জানতে পারে। এরপর ওই মানবাধিকারকর্মীর ভাইয়ের শ্বশুরবাড়ি খটখটিয়া পশ্চিমাপাড়ার আব্দুর রহিমের বাসায় নিয়ে যায়। এদিকে গৃহপরিচারিকাকে না পেয়ে জেল সুপার নজরুল ইসলাম জুঁই নিখোঁজ রয়েছে মর্মে মহানগর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সাথে সন্ধানদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে মাইকিং করান নগরীর বিভিন্ন স্থানে। গতকাল রোববার দুপুরে খবর পেয়ে আরডিআরএসের নারী অধিকার বিভাগের সিনিয়র কর্মকর্তা সামসে আরা বিলকিস খটখটিয়ায় ছুটে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। নির্যাতনের বর্ণনা শুনে পুলিশে খবর দিলে পুলিশ জুঁইকে উদ্ধার করে কোতোয়ালি থানার এস আই মনোয়ার হোসেন ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের কাছে ভিকটিমকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য আবেদন করা হলে সন্ধ্যা সাড়ে ৭টায় বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার তাকে শেখ রাসেল শিশু সেল্টার হোমে পাঠায়। রংপুর মহানগর কোতোয়ালি থানার এসআই মো. মনোয়ার হোসেন জানান, মেয়েটির খবর শোনার পর আমরা তাকে পশ্চিম খটখটিয়ায় এক ব্যক্তির বাসা থেকে উদ্ধার করি। তার হাতে গরম ছ্যাঁকা দেয়ার দাগ রয়েছে। মেয়ের পরিবারকে খবর দেয়া হয়েছে। আদালতে জুইয়ের নিরাপদ আশ্রয়ে রাখা প্রসঙ্গে আবেদন করলে আদালত তাকে সন্ধ্যায় শেখ রাসেল সেল্টার হোমে রাখার নির্দেশ দেয়। এ ব্যাপারে কোন মামলা হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status