বাংলারজমিন

টুকরো খবর

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য সামসুল আলম তুহিনের উপর হামলা চালিয়েছে লিংকন নামের এক সন্ত্রাসী। গতকাল  সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সাংবাদিক তুহিনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তুহিন বাদী হয়ে রোববার বিকেলে সন্ত্রাসী লিংকনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সাংবাদিক তুহিন মোগরাপাড়া চৌরাস্তার পত্রিকার স্টলে পত্রিকা পড়ছিলেন, এমন সময় লিংকন নামের এক সন্ত্রাসী পেছন থেকে হঠাৎ করে তার উপর  হামলা চালায়। এসময় লিংকনের এলোপাথারি লাঠির আঘাতে তুহিন মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, সাংবাদিক সামসুল আলম তুহিনের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। লিংকনকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

নিকলীতে আনন্দ র‌্যালি
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজসহ নিকলী গোরাচাঁদ পাইলট মডেল স্কুল সরকারি হওয়ায় রোববার (২রা সেপ্টেম্বর) শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেনকে সংবর্ধিত করেছে। দুই প্রতিষ্ঠানের আড়াই সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী সরকারি নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই মাঠে সংবর্ধনা মঞ্চের নিকট মিলিত হয়। র‌্যালি শেষে সরকারি নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন, বিশেষ অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াহ ইয়া খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আবু বাকার সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গলে যুবলীগের বর্ধিত সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর যুবলীগের কার্যকরী কমিটির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর ও উপজেলা যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে গতকাল সকালে শহরের স্টার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহম্মেদ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহম্মেদ ও পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা শহীদুর রহমান, আবু তালেব বাদশা, শেরজাহান আলী শেজু, পুর্নেন্দু দেব নাথ, নূরুল আমীন, পৌর যুবলীগ নেতা সালেহ আহমেদ, কামরুল হাসান দুলন, ইমাম হোসেন সোহেল প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয় ও আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের বিজয় নিশ্চিত করা নিয়ে বিশেষ আলোচনা হয়।

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ও তরুণীর আত্মহত্যা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও গলায় ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে। পৃথক এ দুটি ঘটনা ঘটে ১৮ই সেপ্টেম্বর বিকালে। পুলিশ সূত্রে জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের আব্দুল আহাদের পুত্র সাইফুল ইসলাম শাফিন (৭) কে দীর্ঘক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্বজনরা বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন। তারা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এদিকে, উপজেলা ভূকশিমইল ইউনিয়নের ভূকশিমইল গ্রামের মৃত আব্দুর রকিবের কন্যা নিপা আক্তার (২০) নিজ বসতঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন তাকে দুপুর থেকে খুঁজে না পেয়ে তার রুমের দরজা বন্ধ দেখেন। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে- সে ফ্যানের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কর্তব্যরত কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই নজরুল ইসলাম ঘটনা দুটির সত্যতা স্বীকার করেন।


কুলাউড়ায় হাতির আক্রমণে আহত ১০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়ায় জোড়া হাতির আক্রমণে গাড়ি ভাঙচুর ও ১০ জন আহত হয়েছেন। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত লোকজন ও ভাঙচুরকৃত গাড়ি উদ্ধার করেছে। ১৭ই সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টায় কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর-ফুলতলা রোডের পূর্ব উগলি নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই রাস্তা দিয়ে ট্রাক, সিএনজি ও একটি প্রাইভেট কারযোগে ১০-১৫ জন লোক যাচ্ছিলেন। এ সময় হঠাৎ (পুরুষ-মহিলা) জোড়া হাতি গাড়ি ও লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। ভয়ে লোকজন গাড়ি ফেলে পার্শ্ববর্তী একটি উঁচু টিলায় আশ্রয় নেন। এ সময় টিলায় উঠতে গিয়ে অন্ধকারে প্রায় ১০ জন আহত হন। হাতিগুলো লোকজন না পেয়ে গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর করে। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতির মাহুতদের নিয়ে হাতিগুলো কৌশলে তাড়িয়ে দেন এবং জঙ্গল থেকে লোকজন ও গাড়িগুলো উদ্ধার করেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা জানান, ধারণা করা হচ্ছে হাতিগুলোর বার্ষিক প্রজননজনিত মৌসুমের কারণে মিলন করার জন্য তারা সেখানে অবস্থান নিয়েছিল। কিন্তু সাধারণ লোকজন ও গাড়ি দেখে তারা হামলা চালাতে পারে।


কসবায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার ২২শে সেপ্টেম্বর রাতে পুলিশ একটি দেশে তৈরি এলজি, ২টি কার্তুজ এবং ১০ কেজি গাঁজা সহ পুলিশের তালিকাভুক্ত  শীর্ষ মাদক ব্যবসায়ী লোকমান হোসেন (২৬)কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কসবা পৌর শহরের কালিকাপুর এলাকার মো. হুমায়ুন মিয়ার  ছেলে। গতকাল রোববার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status