বাংলারজমিন

বন্দরে চাঁদা না দেয়ায় অটোবাইক চালককে ছুরিকাঘাত

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

বন্দরে চাঁদা না দেয়ায় এক অটোবাইক চালককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অটোচালক শফিকুল ইসলাম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে লাইফসাপর্টে রয়েছেন। শনিবার সন্ধ্যায় লাউসার গ্রামে এ ঘটনা ঘটে। লাউসার-মদনপুর  স্ট্যান্ড সড়কে চলাচলরত অটোবাইক থেকে চাঁদা উত্তোলন করে আসছে একটি সন্ত্রাসী চক্র। প্রতিদিনের চাঁদা পরিশোধ না করায় আহত শফিকুলের ছেলেকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। ছেলেকে মারধর থেকে বাঁচাতে গেলে পিতা শফিকুলকে ছুরিকাঘাত করে বলে গ্রামবাসী জানিয়েছে।   
মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, লাউসার গ্রামের জনসাধারণের জন্য মদনপুর পর্যন্ত প্রায় ৭০টি অটোবাইক চলাচল করে। এই অটোবাইক থেকে একই গ্রামের আলী আকবরের ছেলে উজ্জ্বলসহ একটি সিন্ডিকেট প্রতিদিন ৫০ টাকা চাঁদা আদায় করে। একদিনের চাঁদার টাকা পরিশোধ না করায় শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলামের ছেলে রাসেলকে উজ্জ্বল ও তার সহযোগীরা তুলে নিয়ে মারধর শুরু করে। ছেলেকে তুলে নিয়ে মারধরের খবর পেয়ে ছুটে যায় পিতা শফিকুল ইসলাম। এ সময় শফিকুল তার ছেলেকে মারধরের প্রতিবাদ করে। এতে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে পিতা শফিকুলকে ছুরিকাঘাত করে। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আইসিওতে লাইফসাফটে রয়েছেন তিনি। এ খবর পেয়ে বন্দর থানার এসআই সাখওয়াত ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামবাসী জানান, শফিকুল ইসলাম ও তার ছেলে রাসেল বাপ-বেটা দুইজন অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।  
এসআই সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। উজ্জ্বলসহ অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীও। মামলার প্রস্তুতি চলছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status