অনলাইন

সম্পাদক পরিষদের মানবন্ধন কর্মসূচির সঙ্গে বিএফইউজে ও ডিইউজে’র একাত্মতা প্রকাশ

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:০৫ পূর্বাহ্ন

অব্যাহত প্রতিবাদ ও আপত্তির মুখেও বহুলবিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাশ করার প্রতিবাদে সম্পাদক পরিষদ ঘোষিত ২৯শে সেপ্টেম্বরের মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। বিএফইউজে ও ডিইউজে একাংশের নেতৃবৃন্দ সম্পাদক পরিষদের কর্মসূচিকে সময়োপযোগী হিসেবে বর্ণনা করেন। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সম্পাদক পরিষদের মানবন্ধন কর্মসুচির প্রতি পূর্ণসমর্থন ব্যক্ত করে সর্বস্তরের সাংবাদিকদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজ, সম্পাদক পরিষদ, নাগরিক সমাজসহ সবার পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদ করার পরও সরকার এক দলীয় সংসদে তাড়াহুড়ো করে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করেছে। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সাংবাদিককের স্বার্থরক্ষাকারি সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আইনটিতে স্বাক্ষর না করার জন্য প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন। সম্পাদক পরিষদ আইনটি পুনর্বিবেচনা ও সংশোধনের দাবিতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত রাজপথে নামার যে কর্মসূচি দিয়েছে তার গুরুত্ব সরকার অনুধাবন করবে বলে আমরা আশা করি। বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতাবিরোধী সব কালাকানুনের বিরুদ্ধে দল মত পথ নির্বিশেষ সকল গণতন্ত্রমনা সংগঠন ও নাগরিককে এককাতারে শামিল হওয়ার আহবান জানান। এদিকে গণতন্ত্র, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএফইউজে, ডিইউজেসহ সারাদেশের সাংবাদিক ইউনিয়ন। সোমবার সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে সারাদেশে সকল অঙ্গ ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status