বিনোদন

দেশে ফিরেই

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৮:১৬ পূর্বাহ্ন

ব্যস্ততার পথ ধরে ক্লান্তিহীন চলাচলে মেতে থাকাতেই দারুণ আনন্দ জাকিয়া বারী মমর। আর তাই তো বিদেশ থেকে দেশে ফিরেই আবার শুটিং-ব্যস্ততায় ডুব মেরেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী টানা বেশ কিছুদিন নেপাল এবং থাইল্যান্ডে ছিলেন। একটি ধারাবাহিক ও পাঁচটি খণ্ড নাটকের কাজ শেষে দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই গতকাল থেকে রাজধানীর উত্তরার ক্ষণিকালয়ে নজরুল ইসলাম রাজু পরিচালিত মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’র শুটিং-এ অংশ নেন। আজও তিনি এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন। মম বলেন, ‘ঘরে বাইরে’ ধারাবাহিকটিতে কাজ করে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি আমি। এতে আমার বিপরীতে আছেন অপূর্ব। রাজু ভাই একজন গুণী নাট্যনির্মাতা। অনেক যত্নের সঙ্গে সময় নিয়ে তিনি তার কাজ করেন। ‘ঘরে বাইরে’ আমাদের চলমান জীবনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক। যে কারণে সব শ্রেণির দর্শকেরই নাটকটি ভালো লাগছে। এদিকে থাইল্যান্ডে মম সৈয়দ শাকিলের নির্দেশনায় ৫২ পর্বের ধারাবাহিক ‘নেপাল রহস্য’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়ে দেশে ফিরেই তিনি নেপাল চলে যান। সেখানে তিনি অঞ্জন আইচের নির্দেশনায় তিনটি এবং দীপু হাজরার নির্দেশনায় দুটি খণ্ড নাটকের কাজে অংশ নেন। দীপু হাজরা নির্দেশিত নাটক দুটি হচ্ছে ‘অবলা এবং’ ও ‘সিটি অব লাভ’। এই নাটকগুলোতে মমর সহশিল্পী অপর্ণা ও জোভান। অন্যদিকে এরই মধ্যে মম শেষ করেছেন রায়হান রাফি পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘দহন’র কাজ। এতে তাকে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তানিম রহমান অংশুর নির্দেশনায় মম অভিনীত ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজও শেষ হয়ে আছে। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। এই জুটি প্রথম একসঙ্গে অভিনয় করেন রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ চলচ্চিত্রে। মম অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন মম। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতাবানু’।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status